25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

কাউখালীতে ১১ দোকান পুড়ে ছাই

টেম্পু স্ট্যান্ডের পারভেজ হাওলাদারের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া টেম্পু স্ট্যান্ডে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হেমায়েত হোসেন জানান, রাতে টেম্পু স্ট্যান্ডের পারভেজ হাওলাদারের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই স্ট্যান্ডের মনির মীরের মুদি দোকান, পারভেজ হাওলাদারের চায়ের দোকান, আলমগীর শেখের ওষুধের দোকান, ইসমাইল হাওলাদারের মুদি দোকান, সুকান্ত ধোপার চায়ের দোকান, বিমল হাওলাদারের হোমিও ওষুদের দোকান, হুমায়ুন হাওলাদের দোকান ও ডালিম হাওলাদারের কীটনাশকের দোকানসহ ১১টি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।
অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, রাতে খবর পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতা করে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ