পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কে দুই পাশে ফুটপাত দখল করে দোকান বসায় যানজটে জনদূর্ভোগ চরমে উঠেছে।
গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভান্ডারিয়া ওভার ব্রীজ হতে বাজারের ডাকঘর, সদর রোড, শের-ই বাংলা সড়ক, মন্দির সংলগ্ন সড়ক, সার্কিট হাউজ সংলগ্ন সড়ক, বড় মসজিদ সড়ক, তাফসির মাঠ সংলগ্ন সড়কের দুই পার্শ্বের ফুটপাত দখল করে দোকানীরা বিভিন্ন নিত্য পন্যের পশরা সাজিয়ে বসেছে।
ভুক্তভোগী পথচারী মো. কবির হাওলাদার, আসমা আক্তার, মো. আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, আব্দুল মজিদ, শিক্ষার্থী সুমন মুন্সী, মারজিয়া আক্তার অভিযোগ করে বলেন, ফুটপাত দখল করে রাখায় রাস্তায় চলাচল করা এখন কষ্টসাধ্য ব্যপার।
এছাড়া প্রতিনয়িত যানজট সহ ছোট খাট দূর্ঘটনা লেগেই থাকে। তারা অনতিবিলম্বে এসব অবৈধ দোকান উচ্ছেদ সহ ফুটপাত দখল মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর বলেন, বিষয়টি আমি জানি এ ব্যাপারে আমরা শিঘ্রই ব্যবস্থা নেব।