34.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

ভান্ডারিয়া পৌরশহরের ফুটপাত দখল, জনদূর্ভোগ চরমে

ভান্ডারিয়া পৌরশহরে ফুটপাত এভাবেই দখল হওয়ায় চরম যানজটে জনদূর্ভোগ।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কে দুই পাশে ফুটপাত দখল করে দোকান বসায় যানজটে জনদূর্ভোগ চরমে উঠেছে।

গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভান্ডারিয়া ওভার ব্রীজ হতে বাজারের ডাকঘর, সদর রোড, শের-ই বাংলা সড়ক, মন্দির সংলগ্ন সড়ক, সার্কিট হাউজ সংলগ্ন সড়ক, বড় মসজিদ সড়ক, তাফসির মাঠ সংলগ্ন সড়কের দুই পার্শ্বের ফুটপাত দখল করে দোকানীরা বিভিন্ন নিত্য পন্যের পশরা সাজিয়ে বসেছে।

এভাবেই ফুটপাথ দোকানী ও হকাররা দখল করেছে।
এসব সড়কে সারাক্ষণ ক্রেতা বিক্রেতার ভীড় থাকায় স্কুল, কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও যান চলাচলে ভোগান্তি লেগেই থাকে। এ যেন দেখার কেউ নেই। যে যার মত দোকান সাজিয়ে বসায় বাজার সংলগ্ন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকদের চরম ঝুকি এবং ভোগান্তির শিকার হতে হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শাহাবুদ্দিন ফাযিল ডিগ্রী মাদ্রাসা, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারিয়া সরকারি কলেজ ।

ভুক্তভোগী পথচারী মো. কবির হাওলাদার, আসমা আক্তার, মো. আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, আব্দুল মজিদ, শিক্ষার্থী সুমন মুন্সী, মারজিয়া আক্তার অভিযোগ করে বলেন, ফুটপাত দখল করে রাখায় রাস্তায় চলাচল করা এখন কষ্টসাধ্য ব্যপার।

এছাড়া প্রতিনয়িত যানজট সহ ছোট খাট দূর্ঘটনা লেগেই থাকে। তারা অনতিবিলম্বে এসব অবৈধ দোকান উচ্ছেদ সহ ফুটপাত দখল মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর বলেন, বিষয়টি আমি জানি এ ব্যাপারে আমরা শিঘ্রই ব্যবস্থা নেব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ