বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি সিকদার চানকে আহবায়ক করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পিরোজপুর জেলার শাখার নতুন কমিটি ঘোষণা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি।
১৪ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে সাবেক ছাত্রনেতা সিকদার চানকে আহবায়ক এবং আলতাফ হোসেন হাওলাদারকে সদস্য সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে উক্ত পত্রে আওয়ামী মৎস্যজীবী লীগ,পিরোজপুর জেলা শাখার পূর্বের সকল কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয় আওয়ামী মৎস্যজীবী লীগ, পিরোজপুর জেলা শাখার পূর্বের সকল কমিটি বাতিল করে আগামী ৯০ দিনের জন্য নতুন সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হল।