34.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় শেখ রাসেল এর জন্মদিন পালিত

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, ডাঃ ফেরদৌস ইসলাম, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিলন প্রমূখ।

আলোচনা শেষে কেঁক কাটা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। পরে দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সোনাখালী মুন্সী আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।

বিজয়ী ৩ শিক্ষার্থী – ফাহাদ বিন যায়িদ, সানজিদা আক্তার ও তাসনিম জাহানের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ।

বিজয়ী ৩ শিক্ষার্থী – ফাহাদ বিন যায়িদ, সানজিদা আক্তার ও তাসনিম জাহান।
এ সময় একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন, সাপলেজা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আঃ রাশেদ হাওলাদার, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ নামে দেয়ালিকার জন্য একটি স্থান স্হায়ীভাবে নির্ধারণ করা হয়।

ওই নির্ধারিত স্থানে শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে গল্প,কবিতা সৃষ্টিশীল লেখা ও ছবি একে তা উপস্থাপন করবে।

এছাড়াও মঠবাড়িয়া সরকারি কলেজ, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিবসটি পালন করেছে।

বিকেলে উপজেলা আ‘লীগ ও তার সহযোগি সংগঠন শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে দলীয় কর্যালয় আলোচনা সভা, কেঁক কাটা ও দোয়া মিলাদের আয়োজন করেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ