25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

কৃষকরা পাচ্ছেন ডিজিটাল আর্থিক সেবা

একজন বাংলাদেশী কৃষক। ছবিঃ উইকিপিডিয়া।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

প্রান্তিক কৃষকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ও আদর্শ প্রাণিসেবার মধ্যে চুক্তি সই হয়েছে।

এই চুক্তির আওতায় প্রান্তিক কৃষকেরা ডিজিটাল আর্থিক সেবার পাশাপাশি বীমা সুবিধা, নিরাপদ লেনদেনের জন্য চেহারা শনাক্তকরণ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রাহক সুবিধা পাবেন।

রোববার বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সেবার মাধ্যমে প্রান্তিক খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি কৃষি ও দুধ উৎপাদনের ক্ষেত্রে খামারিরা আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে আরও বেশি লাভবান হবেন।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং আদর্শ প্রাণিসেবা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুজতবা ফিদাউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ