21.5 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

দৃশ্যকাব্য : শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়
অনেক দিন পর দেখা। তাই সেলফি তুলছেন বন্ধুরা

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে৷

দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পদচারণা আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদালয়ের সবুজ প্রাঙ্গণ। অনাবাসিক শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাসে করে, কেউ রিক্সায়, কেউ হল থেকে হেঁটে স্মৃতিমাখা পুরানো সেই শ্রেণিকক্ষে ফিরেছেন।

ক্লাস শেষে শিক্ষার্থীরা টিএসসি, ডাকসুর ক্যাফেরিয়া, মধুর ক্যান্টিন , বটতলা, ক্যাম্পাস শ্যাডো, মল চত্বরে আড্ডায় মেতে ওঠেন সেই আগের দিনের মত। দীর্ঘদিনের জমে থাকা গল্প আর আগামী দিনের ভাবনা নিয়ে চলে নিজেদের নানা আলাপন।

ক্লাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপাসহ স্যানিটাইজ করা হয়

দীর্ঘ দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরলেন শিক্ষার্থীরা

সশরীরে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যান্টিনের সামনে শিক্ষার্থীরা

ক্যাম্পাসে শিক্ষার্থীরা আড্ডায় মেতে ওঠেন সেই আগের দিনের মত

শিক্ষার্থীদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরেছে প্রাণ

ছাত্রলীগের স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ায় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রদল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ