মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে৷
দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পদচারণা আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদালয়ের সবুজ প্রাঙ্গণ। অনাবাসিক শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাসে করে, কেউ রিক্সায়, কেউ হল থেকে হেঁটে স্মৃতিমাখা পুরানো সেই শ্রেণিকক্ষে ফিরেছেন।
ক্লাস শেষে শিক্ষার্থীরা টিএসসি, ডাকসুর ক্যাফেরিয়া, মধুর ক্যান্টিন , বটতলা, ক্যাম্পাস শ্যাডো, মল চত্বরে আড্ডায় মেতে ওঠেন সেই আগের দিনের মত। দীর্ঘদিনের জমে থাকা গল্প আর আগামী দিনের ভাবনা নিয়ে চলে নিজেদের নানা আলাপন।