30.3 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

বাড়বে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী দুই দিন বৃষ্টি আরও বাড়তে পারে। একইসঙ্গে তাপমাত্রা কমতে পারে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

তীব্র গরমে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন কয়েক দিন ধরে। গতকাল (শনিবার) সন্ধ্যায় রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। সন্ধ্যার এক পসলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী দুই দিন বৃষ্টি আরও বাড়তে পারে। একইসঙ্গে তাপমাত্রা কমতে পারে।

শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, বড় ধরনের বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এখনো নেই। তবে আগামী দুই দিন বৃষ্টি বাড়তে পারে এবং সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি বর্তমানে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারি ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ