পিরোজপুরে জেলা দাবা লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা দাবা লীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খাইরুল হাসানসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা, ক্রীড়ানুরাগী ও অংশগ্রহনকারীরা উপস্থিত ছিলেন। খেলায় ৮ টি দলের প্রতিটিতে ৬ জন করে প্রতিযোগীরা অংশগ্রহন করবে।