ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকার থেকে বিরত থাকায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১ হাজার ২৮৪টি জেলে পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের পার্শ্ববর্তী বলেশ্বর নদীতে মা ইলিশ রক্ষায় অবরোধকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এসব জেলেদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজ মিয়া।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে ইউপি চত্বরে প্রতিটি জেলে পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন।
চাল বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মৎস্য প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সন্তোশকুমার, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা সম্পূর্ণ নিষেধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
তিনি জানান, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন উপজেলার ৫ হাজার জেলে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল পাবেন। তারই অংশ হিসেবে সাপলেজা ইউনিয়নের ১ হাজার ২৮৪ জন জেলের হাতে চাল তুলে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে মাছের ঘাটতি কখনোই আসবে না। এ জন্য মা ইলিশ রক্ষায় সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন তিনি।