পিরোজপুর জেলায় ১ ঘন্টার জন্য প্রতীকী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)’র দায়িত্ব পালন করলেন ডিকে দিব্যা মনি ।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যাশিশুর ক্ষমতায়নের প্রতীক হিসেবে সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পিরোজপুর জেলা এর দায়িত্ব ১ ঘন্টার জন্য টেকওভার করেছে ডিকে দিব্যা মনি।
এ অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম তার আসনে প্রতীকী অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেন পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বর ডিকে দিব্যা মনি কে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠানে সাময়িক দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক ডিকে দিব্যা মনি পিরোজপুরের সকল শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য সুপারিশমালা পেশ করেন, এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য দাবি জানান। এছাড়া তিনি পিরোজপুরকে বাল্যবিবাহ মুক্ত পিরোজপুর গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।