28.3 C
Mathbaria
সোমবার, জুন ৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করছে এলাকাবাসী।

আউয়াল শরীফের নির্মানাধীন ৩ তলা একটি ভবনে ইমরান গাজী নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া উপজেলায় পৌর শহরে সবুজ নগর এলাকায় আউয়াল শরীফের নির্মানাধীন ৩ তলা একটি ভবন থেকে ইমরান গাজী নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইমরান গাজী সবুজ নগর এলাকার মৃত মান্নান গাজীর ছেলে। ইমরান গাজী উক্ত ভবনে দীর্ঘদিন ধরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো। শান্ত প্রকৃতির ইমরানের সাথে কারো শত্রুতা ছিলোনা বলে এলাকাবাসী জানায়। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করছে এলাকাবাসী।

নিহত ইলেক্ট্রিশিয়ান ইমরান গাজী
প্রত্যক্ষদর্শীরা সোমবার সকালে এই ভবনে ইমরান গাজীর ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঝুলে থাকা লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন আমরা আত্মহত্যার সংবাদ পেয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ