25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

কাউখালীতে ইলিশ ধরায় দুই জেলেকে একমাসের বিনাশ্রম কারাদন্ড

রবিবার রাতে উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার্থে এই অভিযান চালানো হয়।

এ সময় ৫০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষার্থে সরকার ঘোষিত নিষিদ্ধ সময় সীমার মধ্যে ইলিশ আহরণের দায়ে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালাত।

প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য ১১ হাজার ১১৮.৮৮ মেট্রিক টন ‘ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)’ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অবোরধ সফল করতে বারবরের মতো এবারও উপকূলীয় উপজেলাগুলোতে প্রশাসন ও মৎস্য বিভিাগের সমন্বয়ে গঠন করা হয়েছে ট্রাস্কফোর্স কমিটি। এই টাস্কফোর্স কমিটির সদস্যরা এক সপ্তাহ আগে থেকেই মৎস্য সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও জেলে পল্লীগুলোতে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে।

রবিবার রাতে উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার্থে এই অভিযান চালানো হয়। মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে আটক করা হয়। এর হলো উপজেলার চিরাপাড়া গ্রামের রবিউল ইসলাম (২০) ও আলাউদ্দিন আলী (২৪)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। এ সময় ৫০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ