24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

ভান্ডারিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

শনিবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনায় ওই গৃহবধূ ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া প্রেস।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর গাজিপুর মহল্লায় শ্বশুরের বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনায় ওই গৃহবধূ ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রহমান হাওলাদারের ছেলে আল আমিনের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় ওই গৃহবধূর। তিন বছর পর আল আমিন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস করতে শুরু করে এবং তার প্রথম স্ত্রী তার পিত্রালয়ে চলে যান। গত ৩ অক্টোবর ননদের অনুরোধে ঐ গৃহবধূ আবার শ্বশুর বাড়ীতে ফিরে এসে বসবাস শুরু করেন।

গৃহবধূর শাশুড়ি তার বাবার বাড়ীতে চলে গেলে গত ৮ অক্টোবর রাতে প্রতিদিনের ন্যায় সে তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। গভীর রাতে তার শ্বশুর আব্দুর রহমান তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে শ্বশুরের হাত থেকে রক্ষা পান ওই পুত্রবধূ। পরদিন (শনিবার রাতে) শ্বশুর আব্দুর রহমান হাওলাদারের বিরুদ্ধে নিজে বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ