পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘মা ইলিশ রক্ষায় অবরোধ কালীন’ বলেশ্বর নদে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করেছেন প্রশাসন।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ ভাবে ‘মা ইলিশ রক্ষার এ অভিযান পরিচালনা করেন।
শনিবার গভীর রাত পর্যন্ত উপজেলার তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযানে উপস্থিত ছিলেন, পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, থানার এএসআই বাবুল শরীফ, মৎস্য মাঠ কর্মকর্তা মনোজ কুমার প্রমুখ।