বরগুনা সদর উপজেলার ৯ নং বালিয়াতলী ইউনিয়নের খাল গোরা নামক এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ জালাল চোকিদার (২৮) নামের একজনকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবির) এস আই আলমগীর হোসেন।
শুক্রবার ( ৮ অক্টোবর ) দুপুর ১ টায় তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যান তারা। এসময় তার গতিবিধি সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। জালাল চৌকিদারের ওই এলাকার মৃতঃ হক চৌকিদারের ছেলে ।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবির) এসআই আলমগীর হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাদকের জন্য জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। মাদক ব্যবসার সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে ধরতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।
আমাদের কাছে তথ্য আসে ওই এলাকায় মাদক ব্যবসা চলছে। এর প্রেক্ষিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে জালাল চৌকিদারকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।