মঠবাড়িয়া উপজেলা বিএনপি অফিসে দুর্বৃত্তদের আগুন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুর্বৃত্তরা পৌর শহরের চা পট্টির বিএনপি দলীয় কার্যালয়ের পশ্চিম পাশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুতই আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকান্ডের ঘটনায় বিএনপি দলীয় কার্যালয়ের তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।