মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলার বাদী এক গৃহবধূকে মামলা তুলে নিতে হুমকি দিয়েছে আসামিরা।
এ ঘটনায় মধু মিয়ার স্ত্রী রাশেদা বেগম নামের ওই গৃহবধূ প্রতিপক্ষের বিরুদ্ধে গত সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মনা গ্রামের ট্রাক্টরচালক লিটন মিয়া চলতি আমন মৌসুমের শুরুতে দক্ষিণ গুলিশাখালী গ্রামের প্রবাসী রাসেলের চার একর জমি চাষ করেন। এ জমি চাষের ১০ হাজার টাকা দিতে রাসেল দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে গত ২১ সেপ্টেম্বর দুপুরে দরিদ্র লিটন মিয়া জমি চাষের বকেয়া টাকা চাইতে গেলে দুই পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায় রাসেল তার ছোট ভাই সোহেল ও বাবা কামাল হাওলাদার পরিকল্পিতভাবে হামলা চালালে ট্রাক্টর চালক লিটন, তার বড় ভাই মধু হাওলাদার, স্ত্রী শান্তা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে লিটনের অবস্থার অবনতি হলে পরদিন তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত মধু মিয়ার স্ত্রী রাশেদা ঘটনার তিন দিন পর বাদী হয়ে রাসেল, ভাই সোহেল, তার বাবা কামালসহ পাঁচজন এজাহার নামীয় এবং অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।
জিডিতে রাশেদা বেগম আরও অভিযোগ করেন, তার স্বামী, দেবর ও জা-কে আহত করার ঘটনায় থানায় মামলা করলে আসামি রাসেল ও তার প্রভাবশালী বাবা কামাল হাওলাদারসহ অন্যরা মামলা তুলে নিতে পথে-ঘাটে প্রায়ই হুমকি দিয়ে আসছিল।
মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। এ ছাড়া বাদী ও সাক্ষীদের হুমকির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।