মঠবাড়িয়া উপজেলায় রুস্তম মীর (৭৫) নামে এক বৃদ্ধ’র দীর্ঘ ৬৩ বছরের ভোগ দখলীয় ভিটে বাড়ির জমিতে দেওয়ানী আদালতের স্থিস্তিবস্থা থাকা সত্বেও ওই আদেশ অমান্য করে প্রতিপক্ষের বিরুদ্ধে জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী গ্রামের রুস্তুম মীরের সাথে একই গ্রামের মোসলেম মীরের সাথে দীর্ঘদিন ধরে দক্ষিণ মিঠাখালী মৌজার ৮২ শতাংশ ভিটে বাড়ি ও আবাদি জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। রুস্তুম মীর প্রতিপক্ষের কবল থেকে জমি রক্ষা করার জন্য মঠবাড়িয়া সহকারী জজ আদালতে প্রতি পক্ষ মোসলেমের বিরুদ্ধে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ সহকারী জজ আদালতে বিচারিক হাকিম স্থিতিবস্থার আদেশ দেন।
প্রতিপক্ষরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে গত রোববার রাতের আঁধারে ওই জমিতে তার লোকজন ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘর নির্মাণ করেন। রুস্তুম মীর স্থানীয় থানায় মোসরেম মীরকে তার জমিতে গায়ের জোরে জমি দখলের অভিযোগ এনে একঠি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সরেজমিন পরিদর্শন পূর্বক জমিতে নতুন ঘর উত্তোলনের প্রমান সহ প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে মোসলেমের দখল করা ঘরের পিছন থেকে ৪টি টেঁটা ও ৩টি কোচ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় এ এস আই জাহিদ অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন। গতকাল রোববার সন্ধ্যায় মোসলেম ও তার অভিভাব দের নিয়ে থানা পুলিশের সামনে উভয় পক্ষের দাবীকৃত বিরেধীয় সম্পত্তির সুষ্ঠু ফয়সালা না হওয়া পর্যন্ত প্রতিশ্রুতি দেয়ার পরও আজ সোমবার সকালে মোসলেমের লোকজন ওই জমিতে থাকা সুপারি গাছ থেকে পাকা কাচা সুপারি পারার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোক জনের মধ্যে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।
রুস্তুম মীর বলেন, মোসলেম মীরের লোকজন অস্ত্র সহ দখলকৃত লোকজন সর্বদা আমাদের হামলা করতে প্রস্তুত থাকে। তাদের ভয়ে আমরা প্রতিনিয়ত শংকিত রয়েছি। কথায় কথায় তারা আমি সহ আমার সন্তানদের হত্যার হুমকি দিয়ে আসছে।
এ বিষয় মোসলেম মীর বলেন, শালিস বৈঠকের মাধ্যমে কাগজ পত্র পর্যালোচনার পর আমি যদি ওই জমির মূল দাবিদার না হই তাহলে আমি ওই জমির কোনদিনই দাবী করবো না। সন্ত্রাসী কর্মকান্ডে আমি বিশ্বাসী নই। কিছু সুপারি আমার বাড়ির ছেলেরা গাছ থেকে পেরে ছিল। এজন্য আমি দুঃখিত। চুড়ান্ত ফয়সালা ছাড়া ওই জমিতে আর কোন ধরনের কাজ করা হবে না।
এ এস আই জাহিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি ও ৪টি টেটা সহ ৩টি কোচ উদ্ধার করে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।