25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় বিকাশের হ্যাকার গ্রেফতার

এই যুবক অন্যের মোবাইল ব্যাংকিং বিকাশের একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে গ্রেফতার হন।

অন্যের মোবাইল ব্যাংকিং বিকাশের একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে গ্রেফতারকৃত উত্তম কুমার হালদার।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উত্তম কুমার হালদার (৩৫) নামে একজন হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে।

এই যুবক অন্যের মোবাইল ব্যাংকিং বিকাশের একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে গ্রেফতার হন। উত্তম কুমার তুষখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাঁখারীকাঠি গ্রামের অতুল চন্দ্র হালদারের ছেলে।

মোমেনা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর মোবাইল বিকাশ একাউন্টে থাকা ৬৪ হাজার ৯ শত ৭৯ টাকা হ্যাক হওয়ার ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। ৩০ সেপ্টেম্বর হ্যাক হওয়ার ঘটনায় ৪ অক্টোবর অজ্ঞাতনামা আসামি করে ৪১৭ ও ৪২০ ধারায় মামলাটি রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত হ্যাকার উত্তম ঘটনার সাথে জড়িত থাকার প্রমান মিলেছে। এর সাথে আরও যারা জড়িত তাদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, আসামি উত্তম কুমার হালদারকে সোমবার দুপুর ২টার দিকে গুদিঘাটা বাজার সংলগ্ন ব্রিজের ওপর থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি অজ্ঞাতনামা হ্যাকারদের সহায়তায় পরষ্পর যোগসাজশে ৬৪,৯৭৯ টাকা আত্মসাৎ করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং মোবাইলের সিডিআর পর্যালোচনায় আসামির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছি। ধৃত আসামি একজন হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ