25.4 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযান, ৬২ হাজার টাকা জরিমানা

সোমবার দুপুরে পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৯ টি ওষুধের দোকানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটের ৯ টি দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করা দোকানগুলো হলো সূচনা মেডিকেল হল ৫ হাজার টাকা, সীমান্ত মেডিকেল হল ১৫ হাজার টাকা, জনসেবা ফার্মেসি ৩ হাজার টাকা, মাহাবুব ফার্মেসি ১৩ হাজার টাকা, মেসার্স ইফতি ঈশান মেডিকেল হল ৫ হাজার টাকা, আহম্মেদ ড্রাগস হাউজ ৫ হাজার টাকা, সোনারগাঁও মেডিকেল হল ১০ হাজার টাকা, মা মেডিকেল হল ১ হাজার টাকা ও হাওলাদার ফার্মেসি ৫ হাজার টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া সাংবাদিকদের জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে। মঠবাড়িয়ায় ৯ টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ