24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

মা ইলিশ জব্দ, ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড

এ সময় ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয় এবং ১৪ জেলের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন এ কারাদণ্ড দেন।

গতকাল ভোররাতে পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করেন কোস্টগার্ড এবং নৌপুলিশের টহল টিম। এ সময় জেলেদের কাজ থেকে তিনটি ট্রলার ও ৫০ কেজি মা ইলিশসহ বিপুল পরিমাণ ইলিশ শিকারের জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। আর ট্রলারসহ জাল বাজেয়াপ্ত করা হয়।

দণ্ডিত জেলেরা হলেন- মিজানুর (৪০), মো. আলম(৪০), আবু ছলে (৩৫), মো. ফারুক গাজী (৫০), মো. শাকিব (২২), মো. দুলাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. হায়দার (৩৫), মো. ইছাহাক মিয়া (৫০), মো. হালিম (৩৫), মো. ছগির (৪০), মো. সালাম (৩৪), মো. হারুন (২৩) ও মো. আবু হানিফ(৪৫)।

বিষয়টি নিশ্চিত করে তালতলী উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, রোববার রাত ১২টার পর থেকে মৎস্য বিভাগের তত্ত্বাবধায়নে কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়। অভিযানের সময় পায়রা নদীর বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করে।

এ সময় জেলেদের সঙ্গে থাকা তিনটি ট্রলারসহ প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে আজ দুপুরে আটক হওয়া জেলেদের প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আগের খবরঃ-
* আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ঘরে ফিরছেন জেলেরা
* সরকার আমাদের আটকে রাখে, ভারতীয় জেলেরা ঠিকই মাছ ধরে নিয়ে যায়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ