24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার যুবক মহসিন (২৬)

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) রবিবার রাতে মহসিন নামে এক যুবককে গাঁজা গ্রেফতার করে।

ডিবি পুলিশের এসআই জোতির্ময় হালদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হোগলপাতি গ্রামে অভিযান চালায়।

এসময় অভিনব কায়দায় স্থানীয় একটি স্কুলের সামনের রাস্তা থেকে তাকে ২‘শ গ্রাম গাঁজাসহ আটক করে। গ্রেফতার মহসিন হোগলপাতি গ্রামের মোফাজ্জেল হাওলাদারের ছেলে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ডিবি পুলিশের ওসি মো. আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহসিনকে ২‘শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসআই জোতির্ময় হালদার বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মহসিনকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত মহসিনকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ