গত রোববার বিকেলে বে-সরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সভা কক্ষে এ সম্মননা অনুষ্ঠানে আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, রিক এর আঞ্চলিক সমন্বয়কারি মো. ফারুক রহমান।
জাতিসংঘ ১৯৯০ সালে আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতিবছর ১ অক্টোবর “বিশ্ব প্রবীণ দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’। এই দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আলাদা আলাদা বানী দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবীণ জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার একটি অবিচ্ছেদ্য অংশ। তারা কর্মময় জীবনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিকতার সঙ্গে দেশ তথা নিজ নিজ পরিবার ও সমাজ গঠনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রবীণদের জীবনসায়াহ্নে তাদের যথাযথভাবে দেখাশুনা করা এবং তাদের কল্যাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া রাষ্ট্র, পরিবার তথা সমাজের দায়িত্ব।
পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ১৬ প্রবীণ ব্যক্তিকে সম্মননা প্রদান করা হয়েছে।
এসময় সেলিম রেজার সভাপতিত্বে প্রবীণদের অবহেলা না করে সম্মান দেখানোর দাবী জানিয়ে আরও বক্তব্য রাখেন, রিক জোনাল ম্যানেজার মাসুদুজ্জামান, এরিয়া ম্যানেজার এসএম জহির উদ্দিন, শাখা ম্যানেজার সুব্রত মন্ডল, সাংবাদিক আব্দুস সালাম আজাদী।