24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

উজিরপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে গত ২৫ সেপ্টেম্বর রাত ৯ টায় স্থানীয় এক ড্রেজার ব্যবসায়ীর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া কণ্যাকে নিজ ঘরে বসে ধর্ষণ করার চেষ্টা করে একই এলাকার মোঃ পলটু খানের ছেলে মোঃ সুমন খান (২৬)।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে এক ড্রেজার ব্যাবসায়ীর দ্বিতীয় শ্রেনিতে পড়ুয়া কণ্যাকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে গত ২৫ সেপ্টেম্বর রাত ৯ টায় স্থানীয় এক ড্রেজার ব্যবসায়ীর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া কণ্যাকে নিজ ঘরে বসে ধর্ষণ করার চেষ্টা করে একই এলাকার মোঃ পলটু খানের ছেলে মোঃ সুমন খান (২৬)।

এসময় ওই কণ্যার ডাকচিৎকারে তার মা ছুটে আসলে বখাটে সুমন খান দৌড়ে পালিয়ে যায় । এ ঘটনা যানাযানি হলে ধর্ষকের বাবা মোঃ পলটু খান( ৫০)ও তার ভাই মোঃ তোতা খানের ছেলে মোঃ সোহাগ খান (২৩) কন্যার বাবাকে ওই ঘটনা কাউকে কিছু না বলার জন্য হুমকি প্রদান করেন।

তাদের হুমকি উপেক্ষা করে উজিরপুর মডেল থানায় গত ৩০ সেপ্টেম্বর তিন জনকে অভিযুক্ত করে শিশুটির বাবা অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো কোনো অভিযুক্তকে পুলিশ আটক করতে পারেনি।

শিশুটির বাবা জানান, অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিচ্ছে । তার পরিবার বতর্মানে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন।

এ ব্যপারে অভিযুক্ত সুমন জানান, প্রতিদিনের মত তার বাসায় যায় কিন্তু ওই মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেনি । শিশুটির বাবার কাছে আমার পাওনা টাকা চাইলে তিনি না দিয়ে তালবাহানা শুরু করে এই নাটক সাজিয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান, মামলা হয়েছে এবং আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ