22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

নাজিরপুরে রাজাকার পুত্র অভিযোগে যুবলীগের পদ থেকে অব্যাহতি

শনিবার (২৫ সেপ্টেম্বর, ২০২১) রাতে উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. রনি হাওলাদারকে রাজাকার পুত্র অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর, ২০২১) রাতে উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

অব্যাহতিপ্রাপ্ত যুবলীগ নেতা রনি হাওলাদারের বাবা মৃত মো. জব্বার হোসেন হাওলাদার একজন রাজাকার ছিলেন বলে সংগঠনের কাছে অভিযোগ রয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী জানান, গত ২৩ সেপ্টেম্বর, ২০২১ সংগঠনটির জেলার বর্ধিত সভায় যুবলীগ নেতা রনি হাওলাদারকে রাজাকার পুত্র হিসেবে কেন্দ্রীয় নেতারা অভিযোগ তোলেন। এ সময় ওই নেতাদের কাছে এমন তথ্য রয়েছে বলে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে রনি হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, তিনি তার রাজনৈতি জীবনের শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ ও পরে যুবলীগ করছেন। তার বাবা ও দাদা শ্রীরামকাঠী ইউনিয়নের কয়েকবার চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা চেয়ারম্যান থাকায় এমন অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন ওই ইউনিয়নের মানুষের সেবায় তাদের পরিবার নিবেদিত ছিল। তিনিসহ তার মা ও অন্য ভাইয়েরা বিভিন্ন সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, গত ২০১৯ সালের ২ অক্টোবর এক সম্মেলনের মাধ্যমে ওই ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। এতে শেখ মো. মিজানুর রহমান মিঠু ও মো. হাসিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটিতে রনি হাওলাদারকে সহ-সভাপতি করা হয়। এর আগেও রনি হাওলাদার ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ