34.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

শনিবার রাত সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়া বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে ঠাকুরবাড়ি নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত দাউদখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হুমায়ূন কবির।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুর মঠবাড়িয়ায় ওয়ার্ড যুবলীগ সভাপতি হুমায়ূন কবিরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়া বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে ঠাকুরবাড়ি নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পরে পথচারিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত হুমায়ূন কবির উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত. সুলতান মল্লিকের ছেলে ও দাউদখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি।

আহত হুমায়ূন কবির জানান, প্রতিবেশী ইউনুস মাল্লিকের সাথে তার জমি জমা ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে গত শুক্রবার তার স্ত্রী পারুল বেগমকে কামড়িয়ে ও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় তিনি (হুমায়ূন কবির) মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তার ওপর এ হামলা চালায়।

এ ব্যাপারে অভিযুক্ত ইউনুস মাল্লিক সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম এ হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ