24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলা

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বটতলা এলাকায় দৈনিক দখিনের সময় পত্রিকা অফিসে এই হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় আহত জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হান।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক সময়ের পাঠকনন্দিত সাপ্তাহিক সুগন্ধার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বটতলা এলাকায় দৈনিক দখিনের সময় পত্রিকা অফিসে এই হামলার ঘটনা ঘটে।

এসময় পত্রিকাটির কম্পিউটার অপারেটর শামীমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া উপস্থিত অন্যান্য সংবাদকর্মীদের লাঞ্চিত করেন হামলাকারীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাড়া আহত সাংবাদিক আলম রায়হানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছে হামলায় আলম রায়হানের একটি হাত মারাক্তকভাবে জখম এবং হাড় ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শী এবং আহত সূত্র জানিয়েছে,নগরীর বটতলা এলাকায় দৈনিক দখিনের সময় অফিসে ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করেন পত্রিকাটির সম্পাদক আলম রায়হান। এসময় হঠাৎ করেই স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অতর্কিতভাবে হামলা করে। এসময় তারা সাংবাদিক আলম রায়হানকে পিটিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে উপস্থিত সংবাদকর্মীদের ওপর চড়াও হয় হামলাকারীরা।

পরে অন্যান্য সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে হামলাকারীদের সাথে বটতলা এলাকায় জমি নিয়ে বিরোধ চলছে আলম রায়হানের। এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ইতোপূর্বে থানায় অভিযোগও দিয়েছেন তিনি। এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হা্মলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বানারীপাড়া প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ নেতৃবৃন্দ এ দাবি জানান।এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিক শাহিন ও সাধারণ সম্পাদক সজল চৌধুরী

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ