24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষার্থে মৎস্য অধিদপ্তরের ব্যাপক প্রচারণা

গত শনিবার উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা গেছে, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দোকানে দোকানে মা ইলিশ সংরক্ষন বিষয়ক লিফলেট বিতরণ ও সড়কের গুরুপ্তপূর্ণ স্থানে পথসভা করেন।

উপজেলার বিভিন্ন হাট বাজারে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দোকানে দোকানে মা ইলিশ সংরক্ষন বিষয়ক লিফলেট বিতরণ করছেন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মা ইলিশ সংরক্ষন অভিযান-২০২১ কে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যাপক প্রচারণা ও সমাবেশ করেছে। আজ রোববার মধ্য রাত থেকে মা ইলিশ সংরক্ষন অভিযান শুরু হবে।

গত শনিবার উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা গেছে, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দোকানে দোকানে মা ইলিশ সংরক্ষন বিষয়ক লিফলেট বিতরণ ও সড়কের গুরুপ্তপূর্ণ স্থানে পথসভা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম,মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন, ফিল্ড কর্মকর্তা মনোজ কুমার প্রমূখ। এছাড়াও বেশ কয়েকটি মাইক বাজিয়ে প্রচার করতে দেখা গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়কালে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজরজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা সম্পৃর্ণ নিষেধ। এ আইন অমান্যকারিদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তিনি মা ইলিশ রক্ষায় সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ