মঠবাড়িয়ায় স্বামীকে তালাক দেওয়ায় ইসরাত জাহান (৩২) নামে এক নারীকে পিটিয়ে জখম করেছে স্বামী মহাসিন পলাশ। এ ঘটনায় শনিবার (২ অক্টোবর) অভিযুক্ত স্বামী মহাসিন পলাশকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) রাতে শহরের গোয়ালী পাড়া এলাকায় ওই নারীর ওপর এ হামলা চালানো হয়। গ্রেফতারকৃত মহাসিন শহরের নিউমার্কেট এলাকার জালাল পণ্ডিতের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ১৮ বছর আগে মহাসিন পলাশ ইসরাত জাহানকে বিয়ে করেন। তাদের সংসারে একজন কন্যা সন্তান রয়েছে। স্ত্রী ইসরাত জাহান স্বামীর নির্যাতন সইতে না পেরে মহাসিন পলাশকে তালাক দিয়ে কন্যা আবিদাকে (১৫) নিয়ে শহরের গোয়লীপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। স্ত্রী কর্তৃক তালাক প্রাপ্ত হয়ে মহাসিন পলাশ ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে ওই বসতঘরে ইসরাত জাহানকে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিবেশীরা থানায় খবর দিলে থানা পুলিশ মহাসিন পলাশকে ঘটনা স্থল থেকে আটক করে। শেষে স্থানীয়রা গুরুতর আহত ইসরাত জাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে মহসিন পলাশ বলেন, আমি প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর কাছে কয়েক লাখ টাকা পাঠিয়েছি। যার কোনো হদিস নেই। দেশে এসে উক্ত টাকার হিসাব চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, আহত নারীর ভাই ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকেই মহসিন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।