24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন তফসিলের অপেক্ষায় মঠবাড়িয়ার ৫ ইউনিয়ন

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে।

গনমাধ্যমে প্রকাশিত এক তালিকায় দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, বরিশাল বিভাগে সর্বমোট ৪৮টি ইউপিতে ভোট গ্রহণ হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর, ২০২১) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

এর আগে ১ম ধাপের ইউপি নির্বাচনে মঠবাড়িয়া উপজেলায় ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তুষখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মিরুখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খান, বেতমোড় ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন আকন, আমড়াগাছিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শারমিন জাহান, সাপলেজা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মিরাজ মিয়া এবং গুলিশাখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রিয়াজুল ইসলাম ঝনো নির্বাচিত হয়েছেন।

বাকি ৫টি ইউনিয়নে (ধানীসাফা ইউনিয়ন, টিকিকাটা ইউনিয়ন, দাউদখালী ইউনিয়ন, মঠবাড়িয়া সদর ইউনিয়ন, বড়মাছুয়া ইউনিয়ন) নির্বাচনী আমেজ বিরাজ করছে। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন তফসিলের তালিকায় এই ৫টি ইউনিয়ন না থাকায় এ এলাকার ভোটারদের তৃতীয় ধাপের ইউপি নির্বাচন তফসিলের অপেক্ষায় থাকতে হচ্ছে।

দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী বরিশাল বিভাগে সর্বমোট ৪৮টি ইউনিয়ন এর তালিকাঃ-

বরগুনার এম বালিয়াতলি ইউনিয়ন,

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন, আউলিয়াপুর ইউনিয়ন, মরিচবুনিয়া ইউনিয়ন, মাদারবুনিয়া ইউনিয়ন, ছোটবিঘাই ইউনিয়ন, বদরপুর ইউনিয়ন, বরবিঘাই ইউনিয়ন, নওমালা ইউনিয়ন, সুর্যমনি ইউনিয়ন, বেতাগীসানকিপুর ইউনিয়ন, দশমিনা ইউনিয়ন, কলাগাছিয়া ইউনিয়ন, বকুলবাড়িয়া ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, ডাকুয়া ইউনিয়ন, গলাচিপা ইউনিয়ন, পানপট্টি ইউনিয়ন, চরকাজল ইউনিয়ন ও চরবিশ্বাস ইউনিয়ন।

ভোলার মদনপুর ইউনিয়ন, মেদুয়া ইউনিয়ন, চরপাতা ইউনিয়ন, উত্তরজয়নগর ইউনিয়ন, দক্ষিনজয়নগর ইউনিয়ন, চরখলিফা ইউনিয়ন ও ভবানীপুর ইউনিয়ন।

বরিশাল সদর এ রায়পাশা কড়াপুর ইউনিয়ন, শায়েস্তাবাদ ইউনিয়ন, চরমোনাই ইউনিয়ন, চরকাউয়া ইউনিয়ন, চাঁদপুরা ইউনিয়ন ও চন্দ্রমোহন ইউনিয়ন।

আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন, বাকাল ইউনিয়ন, বাগদা ইউনিয়ন, গৈলা ইউনিয়ন ও রত্নপুর ইউনিয়ন।

বানারিপারার সৈয়দকাঠী ইউনিয়ন।

পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়ন, পত্তাশী ইউনিয়ন ও বালিপাড়া ইউনিয়ন।

পিরোজপুর সদর এর শিকদারমল্লিক ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন ও শংকরপাশা ইউনিয়ন।

পিরোজপুরের নাজিরপুর এর দীর্ঘা ইউনিয়ন, শাখারীকাঠী ইউনিয়ন ও শ্রীরামকাঠী ইউনিয়ন।

দেশের যেসব ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটঃ- দেখতে ক্লিক করুন এখানে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ