24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন

স্থানীয় জেলে রফিকুল ইসলাম জানান, রাতের জোয়ারে ডলফিনটি সৈকতে ভেসে আসতে পারে। দেখে মনে হচ্ছে সমুদ্রে মাছ ধরার জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে। কারণ এর মাথায় ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

সাত ফুট দৈর্ঘ্যরে একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে সাত ফুট দৈর্ঘ্যরে একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন।

বুধবার ভোরে দ্বিতীয় ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরে সংগঠনটির প্রধানকে বিষয়টি জানান তিনি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, সকালে গঙ্গামতি যাচ্ছিলাম। পথে ঝাউবন এলাকায় মৃত ডলফিনটি দেখে সংগঠনটির প্রধানকে জানানো হয়। ৮-১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত করলে এর মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয় জেলে রফিকুল ইসলাম জানান, রাতের জোয়ারে ডলফিনটি সৈকতে ভেসে আসতে পারে। দেখে মনে হচ্ছে সমুদ্রে মাছ ধরার জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে। কারণ এর মাথায় ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

ডলফিন রক্ষা কমিটির প্রধান রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটা সৈকত ও এর আশপাশে চলতি বছরে ২২টি মৃত ডলফিন এলো। এ নিয়ে বনবিভাগ ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে। কী কারণে এসব ডলফিন মারা যাচ্ছে এর সঠিক কারণ বের করার আশ্বাস দিয়েছেন তারা। একই সঙ্গে ডলফিন সংরক্ষণে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।

পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, কুয়াকাটা রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য কিছু অংশ রেখে ডলফিনটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ