30.3 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর পাকের ঘর ভাংচুর করার অভিযোগ

চন্দ্র শেখর এর পাকেরঘর ও টয়লেট ভাংচুর করে ক্ষতি সাধন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর পাকের ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগী চন্দ্র শেখর লিটু বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ১. বাদল ওঝা (৫০) পিতা মৃত্যু সুধীর ওঝা ২. সুমন ওঝা (৩০) ৩. সজল ওঝা (২২) উভয় পিতা সুভাষ ওঝা ৪. সুবির ওঝা (২৫) পিতা মৃত্যু সুজন ওঝা ৫. চঞ্চল ওঝা (২৪) পিতা বাদল ওঝা ৬. শংকর ওঝা (৪৭) পিতা মৃত্যু সুধীর ওঝা সর্ব সাং আন্ধারমানিক এদের কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায় মৃত সন্তেষ কুমার ওঝার ছেলে চন্দ্র শেখর লিটু দীর্ঘদিন যাবত তার বাবার পৈত্রিক সম্পত্তিতে বসতঘর তৈরি করে বসবাস করে আসছে। অন্য দিকে প্রতিবেশী আন্ধারমানিক গ্রামের ইউপি সদস্য বাদল ওঝা গায়ের জোরে জমি পাওয়ার দাবীতে প্রতি নিয়ত চন্দ্র শেখরের পরিবারের উপর বিভিন্ন সময় মারপিট করা সহ ভয়ভীতি হুমকি প্রদান করে আসছে। যাহা ইতিপূর্বে মঠবাড়িয়া থানায় ২৭/০১/২০২১ তারিখে একটি সাধারন ডায়েরী করা হয়।

এবং উক্ত বিরোধীয় জমি নিয়ে চন্দ্র শেখর আদালতে একটি দেওয়ানি মামলা করেন যাহার নং ১৩১/২১. উক্ত মামলার হাজির হওয়ার সমন পেয়ে আসামিরা ঘটনার দিন ১৬/০৯/২১ তারিখ ক্ষিপ্ত হয়ে চন্দ্র শেখর এর পাকেরঘর ও টয়লেট ভাংচুর করে ক্ষতি সাধন করে ক্ষুন যখম, করার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয় প্রতিপক্ষ বাদল ওঝার কাছে জানতে চাইলে তিনি ভাংচুরের বিষয় অস্বীকার করে বলেন জমিজমা নিয়ে বিরোধ আছে শালিশদার গন সঠিক বন্টনের মাধ্যমে যে ফয়সালা দিবে তা মেনে নিতে রাজি আছি। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ