পিরোজপুরের মঠবাড়িয়ায় সোনালী ব্যাংকের নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে সাব-রেজিষ্ট্রে অফিস রোডে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
বরিশাল সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর সোনালী ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার বিভাষ চন্দ্র হাওলাদার, তোমেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, দলিল লেখক ও সাংবাদিক সাইদুর রহমান প্রমুখ।
শেষে মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া দেশের কল্যান ও সোনালী ব্যাংকের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।