27.8 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

পাথরঘাটায় পুলিশের হাতে গাঁজা গাছ সহ আটক এক যুবক

৪টি গাঁজা গাছ সহ আটক সাইমুল হক প্রিন্স।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার পাথরঘাটায় ৪টি গাঁজা গাছ সহ সাইমুল হক প্রিন্স নামের একজনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

গত শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়ন হাতেম পুর গ্রামের হাতে থেকে সাইমুল হক প্রিন্সকে আটক করে। আটক সাইমুল হক প্রিন্স একই গ্রামের মোঃ নিজামুল হক চুন্নু ছেলে।

স্থানীয়দের সুত্রে জানাযায়, সাইমুল হক প্রিন্স পেশায় একজন কৃষক। তিনি কৃষি কাজ করে তার পরিবার চালাতো। আটক প্রিন্স এর বড় ভাই নাজমুল হক লিজ তিনি গাঁজা সেবন করে এবং বিক্রি করে।

তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় বেশ কয়েকটি মামলা আছে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. শওকত হােসেন জানান, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়ন হাতেম পুর গ্রামের গাঁজা গাছের চাশ করা হয়ছে। এমন সংবাদ পেয়ে আমার ঐ এলাকায় অভিযান চালিয়ে। হাতেম পুর মাধ্যমিক বিদ্যালয়ের উওর পাশে একটি মাছের ঘেরের পাশ থেকে চারটি গাঁজা গাছ সহ সাইমুল হক প্রিন্স নামের একজনকে আটক করি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, আটক সাইমুল হক প্রিন্স বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ