24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় একটি কার্পেটিং সড়ক উদ্বোধন করলেন এমপি

উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি সড়ক থেকে করিম আকন বাজার ভায়া সাবেক ইউপি চেয়ারম্যান নান্না মিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়কটি উদ্বোধন করেন ডা. রুস্তম আলী ফরাজী।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী একটি কার্পেটিং সড়ক উদ্বোধন করেছেন।

শনিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি সড়ক থেকে করিম আকন বাজার ভায়া সাবেক ইউপি চেয়ারম্যান নান্না মিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়কটি উদ্বোধন করেন।

জানা গেছে, আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ও এলজিইডি-এর বাস্তবায়নে সড়কটি ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে।

এসময় স্থানীয় সমাজ সেবক মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবক প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক নাসির উদ্দিন, যুবলীগ নেতা নাসির উদ্দিন মাতুব্বর, সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন শেখ, মো. মিজান হাওলাদার, এমপি জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু, ব্যক্তিগত সহকারী হাসান মিয়া প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ