পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫১ পিস ইয়াবাসহ মোঃ স্বপন জমাদ্দার নামে এক ব্যবসয়িকে আটক করছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার ভেচকী গ্রাম থেকে স্বপনকে আটক করা হয়। আটককৃত মোঃ স্বপন জমাদ্দার ওই এলাকার বাদশা জমাদ্দারের পুত্র।
থানা সূত্রে জানাযায়, স্বপন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। বুধবার গভীর রাতে ভেচকী গ্রামের কামাল হোসেন এর বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এঘটনায় মঠবাড়িয়া থানার এসআই পলাশ চন্দ্র রায় বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় ইয়াবা ব্যবসায়ি স্বপন জমাদ্দারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে স্বপনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।