মঠবাড়িয়া পৌরশহরে সৌদি প্রবাসীর বাসায় চুরি

149
সহিদ মৃধার বড় ভাই জাকির হোসেন মৃধা জানান , প্রায় ৪ ভরি স্বর্ণ ও গুরুত্বপূর্ন কিছু কাগজপএ চুরি হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড নিউমার্কেট এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ সহিদ মৃধা এর বাসায় বৃহস্পতিবার কোন এক সময় চুরি হয়েছে ।

এই বাসায় তার বৃদ্ধ বাবা ও মা থাকতেন । গত মাসে তারা দুজনেই পবিত্র ওমরা হজ্জ করার উদ্দেশ্যে সৌদি আরব এ আছেন।

বাসায় তালা দেওয়া ছিল। গত রাতে তার নিকট আত্মিয় বাসায় ঢুকলে দখেতে পান পিছনের দরজা খোলা এবং ঘরের সব আলমারি ভাঙ্গা মালামাল সব এলোমেলো ভাবে পড়ে আছে। সহিদ মৃধার বড় ভাই জাকির হোসেন মৃধা জানান, প্রায় ৪ ভরি স্বর্ণ ও গুরুত্বপূর্ন কিছু কাগজপএ চুরি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।