24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই সভায় হট্টগোল

মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সংগঠনের প্রার্থী মনোনয়ন বাছাই সভায় মহিউদ্দিন আহমেদ লাবু মৃধার নাম উঠলে এ হট্টগোলের সৃষ্টি হয়।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী নির্বাচন সভায় হট্টগোলের সৃষ্টি হয়েছে। মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সংগঠনের প্রার্থী মনোনয়ন বাছাই সভায় মহিউদ্দিন আহমেদ লাবু মৃধার নাম উঠলে এ হট্টগোলের সৃষ্টি হয়।

সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা লাবু মৃধার বিরুদ্ধে সংগঠন পরিপন্থী কাজ করা, সংগঠনের মিটিংয়ে উপস্থিত না হওয়া, নেতাকর্মীদের খোঁজখবর না নেয়া সহ বিশদ অভিযোগ তুলে ধরেন।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলার বাইশকুড়া বাজার সংলগ্ন একটি মসজিদে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটির নেতৃবৃন্দের নিয়ে টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল আহসান মিন্টু, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ছগীর হোসাইন রুহানি, সাধারণ সম্পাদক হাফেজ আল-আমিন সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় মহারাজ মল্লিক নামের এক ব্যক্তি মহিউদ্দিন আহমেদ লাবু মৃধার বিরুদ্ধে তার স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে বিয়ে করার লিখিত অভিযোগ করেছেন।

এছাড়া জাকির হোসেন সরদার নামের এক মুজাহিদ লাবু মৃধার বিরুদ্ধে হজ্ব করা বাবদ আড়াইলাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।

এছাড়া সংগঠনের নেতাকর্মীরা লাবু মৃধার বিরুদ্ধে সংগঠন বহির্ভূত অন্যদলের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তোলেন। এনিয়ে সভায় হট্টগোলের সৃষ্টি হয়। পরে সিনিয়র নেতারা প্রার্থী ঘোষণা না দিয়েই সভার সমাপ্তি করেন।

এব্যাপারে অভিযুক্ত মহিউদ্দিন আহমেদ লাবু মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এতোদিন পর এই অভিযোগুলো উদ্দেশ্য প্রণোদিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ছগীর হোসাইন রুহানি জানান, মহিউদ্দিন আহমেদ লাবু মৃধার বিরুদ্ধে আমরা বহু অভিযোগ পেয়েছি। অভিযোগ গুলো আমরা বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দকে অবহিত করবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাহার জানান, আমরা এখানের যে বাস্তব চিত্র পেয়েছি তা বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দকে জানাবো। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত দিবেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ