মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা, প্রতারণা, মারামারিসহ একাধিক মামলার আসামি মাদকসেবী শফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সোমবার বিকেল তুষখালী ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওই ইউপির সাবেক সদস্য মো.হাবিবুর রহমান আকন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তুষখালী গ্রামের আইউব আলীর ছেলে শফিকুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী এবং এলাকার নিরীহ লোকদের কাছ থেকে সরকারি বিদ্যুতের খুঁটি, ড্রাম ও সৌর বিদ্যুৎ দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
ওই টাকা ফেরৎ চাইতে গেলে নিরীহ মানুষের ওপর হামলা চালানোর অভিযোগ করে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকার বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে হত্যা চেষ্টাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব অপকর্ম করেও তিনি নিজেকে বাঁচাতে এলাকার ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে জড়িয়ে মিথ্যা প্রভাকন্ডা চালাচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি এলাকার সন্ত্রাসী শফিকুলকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাসুম খলিফা, তাসলিমা বেগম, মন্টু মিয়া প্রমুখ।
অভিযুক্ত শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, শফিকুলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা চেষ্টা সহ প্রতারণা ও মারামারির ৭ টি মামলা রয়েছে।