মঠবাড়িয়ায় মামলা প্রত্যাহারের জন্য বাদিকে প্রাণ নাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় মোসাঃ সুরমা বেগম (৪৫) রোববার নবী হোসেন (৫৮) সহ ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। সুরমা বেগম উপজেলার পশ্চিম বড় মাছুয়া গ্রামের শহীদ হাওলাদারের স্ত্রী।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তার স্বামী শহীদের সাথে ভাসুর নবী হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত ১০ সেপ্টেম্বর শহীদের বাগানের সুপারী জোর করে নবী হোসেন ও তার দলবল পেরে নেয়ার চেষ্টা করলে বাঁধা দিতে গেলে শহীদসহ ৩ জন আহত হয়।
এ ঘটনায় সুরমা বেগম বাদি হয়ে ১৬ সেপ্টেম্বর ভাসুর নবী হোসেন সহ ৮ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। সুরমা বেগম বড় মাছুয়া বাজারে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি রোববার সকালে ওই বাগান দেখাশুনা করতে গেলে নবী হোসেন ও তার বাহিনীরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয় ও দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালাতে উদ্যত হয়।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।