27.8 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় বিভিন্ন জলাশয় দেশী মাছের পোনা অবমুক্ত

“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এ শ্লোগানকে মনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহে এবার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তর মাছের পোনা অবমুক্ত করেছে।

“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এ শ্লোগানকে মনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহে এবার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার সকালে উপজেলার ১২৫ টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় ৪‘শ কেজি দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ৩৪৩.৪৪ কেজি রুই জাতীয় পোনা অবমুক্ত করা হয়। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে এ পোনা অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেরা ভাইস চেযারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সৈয়দ নজরুল ইসলাম ,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন, ফিল্ড অফিসার মনোজ মন্ডল প্রমূখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এবছর ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ দিবস। দেশের অর্থনৈতিক ভিতকে আরো দৃঢ় ও স্বনির্ভর করার পাশাপাশি প্রতিটি মানুষের জন্য মান সম্পন্ন নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে হবে।

বর্তমান সরকার মৎস্য সম্পদ উন্নয়নে বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর কার্যকর উদ্যোগ গ্রহন করেছে। তিনি আরও বলেন, মঠবাড়িয়া উপজেলার প্রায় তিন লাখ জনগণের জন্য মাছের চাহিদা রয়েছে ছয় হাজার মেঃ টন। কিন্তু আমাদের উপজেলায় মুক্ত ও বদ্ধ জলাশয়ে উদপাদিত মাছের পরিমান আরো এক মেঃ টন বেশি। আমাগী ২০২৫ সালে ৮ হাজার ৫’শ মেঃ টন মাছ উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে আমরা কাজ করছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ