মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় পুলিন মিত্রকে গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক শ্মশানে দাহ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (সেপ্টেম্বর ১৭, ২০২১) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এর উপস্থিতিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি চৌকস দল এ গার্ড অফ অনার প্রদান করেন।
৭২ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা পুলিন মিত্র উপজেলার গুলিসাখালী ছগির মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। তিনি বার্ধক্য জনিত কারণে শুক্রবার সকালে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।