পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৫ ডিসেম্বর দায়ের করা নাশকতা মামলায় বিএনপি ও যুবদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (সেপ্টেম্বর ১৯, ২০২১) পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে মঠবাড়িয়া বিএনপি ও যুবদলের তিন নেতা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টিকিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মৃধা, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল ও ১১নং বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবী হোসেন পহলান।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবীর তাদের মিথ্যা হয়রানি মূলক গায়েবি মামলায় কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবী জানিয়েছেন।