30.3 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় পুলিশ চলে যাবার পর কবিরাজের ওপর ফের হামলা

আহত কবিরাজ ইউনুস ফকির (৪০)।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হামলার ঘটনা তদন্তে করে পুলিশ যাবার পর ইউনুস ফকির (৪০) নামে এক কবিরাজের ওপর আবারও হামলা চালিয়েছে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী (রাস্তার পাড়) গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। পল্লী চিকিৎসক ইউনুস ওই গ্রামের সালাম ফকিরের ছেলে। সে ভ্রম্যমান কবিরাজি ঔষধ বিক্রেতা।

শুক্রবার দুপুরে মঠবাড়িয়া হাসপাতাল বেডে আহত ইউনুস আলী জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত. আজাহার আলীর ছেলে ইসমাইল হোসেনের (৪০) সাথে তার বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় সালিশি ব্যবস্থায় তাকে (ইউনুস ফকির) ১২ হাজার টাকা জরিমানা করেন। তিনি ইতোমধ্যে ৮ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ৪ হাজার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় সম্প্রতি তার পরিবারের সদস্যদের মারধার করাসহ খুন-জখমের হুমকি দেয় প্রতিপক্ষ ইসমাইল হোসেন ও তার লোকজন ।

এ ঘটনায় তার স্ত্রী নুপুর বেগম ইসমাইলসহ ৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এএসআই জাহিদুল ইসলাম ঘটনাটি তদন্তে করে যাবার পর ক্ষিপ্ত হয়ে ইসমাইল হোসেন ও তার নিকট আত্মীয় সজল সুমন (২৫) ও বাবু (২২) তাকে (ইউনুস ফকির) কে এলোপাথারী পিটিয়ে ও ঘুষি মেরে গুরুতর আহত করে। তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও বেদম মারপিট করা হয়। এসময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও তিনি জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে এসআই জাহিদুল ইসলাম জানান, আমি চলে আসার পর কবিরাজ ইউনুস ফকিরকে মারধর করার সংবাদ পেয়ে পুণঃরায় ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি শান্ত করি। ইউনুস আলী কে বিষয়টি থানার লিখিতভাবে জানানোর জন্য পরামর্শ দেই। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ