পিরোজপুরের মঠবাড়িয়ার ইব্রাহীম (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে বলেশ্বর নদীতে ফেলে দিয়েছে প্রতিপক্ষরা।
খরব পেয়ে অন্য জেলেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গত বুধবার গভীর রাতে বলেশ্বর নদীর তুলাতলা ঘাট এলাকায় ইলিশের জাল পাতাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ইব্রাহীম জানখালী (তুলাতলা) গ্রামের খলিল হাওলাদারের ছেলে। আহত ইব্রাহীমের ভাই ইসমাইল জানান, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে তুলাতলা ঘাট থেকে ট্রলার নিয়ে ইব্রাহীম নদীতে ইলিশের জাল ফেলে। তারা পাশেই প্রতিপক্ষ রাসেল খা ও নজরুল তালুকদার জাল পাতার চেষ্টা করলে ইব্রাহীম কিছুটা দুরে জাল পাততে বলে। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল খা, নজরুল তালুকদার ও তার ছেলে ইমরান ট্রলার যোগে ইব্রাহীমের ট্রলারের ওপর হামলা করে।
এসময় ইব্রাহীমকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আপত্তিকর স্থানে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে নদীতে ফেলে দেয়। রাসেল খা জানখালী গ্রামের কাছেম খার ছেলে ও নজরুল একই গ্রামের মৃত. আজাহার তালুকদারের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।