মঠবাড়িয়ার টিকিকাটা নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি নির্বাচিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক, গভর্ণিং বডি ও অভিভাবকরা সংবর্ধনা প্রদান করে।
বৃহষ্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপ সচিব মো. সামশুল হক মৃধা।
মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি সাবেক মঠবাড়িয়া পৌর কাউন্সিলর মোতালেব মধু মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ও মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সিদ্দিকুর রহমান, গভর্ণিং বডির সহ-সভাপতি মোসলেহ উদ্দিন বাবুল মৃধা, সদস্য জসিম উদ্দিন মৃধা, আরবী প্রভাষক মাওলানা মো. শিহাব উদ্দিন ও মাওলানা মো. ওবায়দুল্লাহ প্রমূখ।