25.9 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ইয়াবাসহ ২মাদক বিক্রেতা গ্রেফতার

গ্রেফতারকৃত অলি হাওলাদার উপজেলার জানখালী গ্রামের আ. খালেক হাওলাদারের ছেলে ও শাহ আলম ওই গ্রামের আনোয়ার তালুকদারের ছেলে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া উপজেলায় অলি হাওলাদার (৪২) ও শাহ আলম (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুদিঘাটা বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে ইয়াবা বিক্রির সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অলি হাওলাদার উপজেলার জানখালী গ্রামের আ. খালেক হাওলাদারের ছেলে ও শাহ আলম ওই গ্রামের আনোয়ার তালুকদারের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে গুদিঘাটা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালকে সোপর্দ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ