22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ইয়াবাসহ আটক হওয়া সেই মা ও মেয়েকে কারাদণ্ড

সাজাপ্রাপ্ত আসামী নুরজাহান বেগম ও মেয়ে আছমা আক্তার।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মিঠাখালী স্লুইস গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ৫‘শ পিস ইয়াবাসহ আটক হওয়া সেই মা ও মেয়েকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাদণ্ড দিয়েছেন আদালত।

মা মোছা. নুরজাহান বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মেয়ে মোছা. আছমা আক্তারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী স্লুইস গেট সংলগ্ন রত্তন হাওলাদারের ভাড়া বাসার সামনে থেকে তার স্ত্রী নুরজাহান বেগম ও মেয়ে আছমা আক্তারকে ৫‘শ পিস ইয়াবাসহ আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ। পরে ওই দিনই তাদের নামে মঠবাড়িয়া থানায় মাদক আইনে মামলা করা হয়। পরবর্তীতে মামলাটি আদালতে পাঠানো হয়।

আসামি নুরজাহান বেগম ও আছমা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে আছমা আক্তারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদণ্ড এবং নুরজাহানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস ও ৩৫ হাজার ৭‘শ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বলা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ