27.8 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় মিঠাখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে শিশু শিক্ষার্থীদের চলছে পাঠদান

ছাদ ও ওয়ালের প্লাষ্টার ধসে পড়ায় ব্যবহার অযোগ্য ভবনে কোমলমতি শিক্ষার্থীরা যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ার ১১৬নং দক্ষিণ পূর্ব মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাশ করছে।

ছাদ ও ওয়ালের প্লাষ্টার ধসে পড়ায় ব্যবহার অযোগ্য ভবনে কোমলমতি শিক্ষার্থীরা যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে। জানাযায়, উপজেলার ১১৬নং দক্ষিণ পূর্ব মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বিগত-১৯৯৫ইং সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একতলা ভবন নির্মান করে। স্থানীয়দের অভিযোগ ভবন নির্মানের শুরুতেই ঠিকাদারের বিরুদ্ধে নিম্ন মানের কাজ করার অভিযোগ করেও কোন ফল পায়নি।

বুধবার দুপুরে সরেজমিনে গেলে দেখা যায় ২৫ বছর আগে নির্মিত একতলা ভবনের বেহাল দশা। হাটু পানি-কাঁদা ভেঙ্গে বিদ্যালয় প্রবেশ করতেই নাজুক ২টি কক্ষের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ৩০/৩৫ শিক্ষার্থীরা বসা। হঠাৎ বৃষ্ঠি শুরু হলে কোমলমতিদের মধ্যে উৎকন্ঠা অরও বেড়ে যায়। ছাদের ও দেয়ালের প্লাষ্টার ধসে পড়ছে, দরজা জানালার গ্রীল খসে পড়ায় কোমল মতি শিক্ষার্থীদের পাঠদান অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বলেন, আমি গত ১১ জুলাই-২০১৮ তারিখ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি।

ওই সময়েই বিদ্যালয়ের অবস্থা নাজুক ও জরাজীর্ণ ছিল। আমি উর্ধতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবহিত করি। দীর্ঘ সময়েও নতুন ভবন নির্মাণ বা সংস্কার হয়নি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুচ আলী হাওলাদার জানান, ভবন সংস্কারণ/বিকল্প পাঠের ব্যবস্থা করার জন্য ২০২০-২১ অর্থ বছরে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অর্থ বরাদ্ধ চেয়ে তালিকা তৈরী করে প্রেরণ করলেও কোন অর্থ বরাদ্ধ পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস ঝুঁকি পূর্ণ ভবনের সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শণ করা হয়েছে। বিকল্পভাবে ক্লাশ চালু রাখতে বলা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ