25.4 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

দেড় যুগ পর পিরোজপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

১৮ বছর পরে পিরোজপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত ৩৪৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

২০১৮ সালে সভাপতি হাসান আল মামুন ও বদিউজ্জামান শেখ রুবেলকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দিয়েছিলো সে সময়ের কেন্দ্রীয় কমিটি। এর আগে পিরোজপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ছিলো ২০০৩ সালে। এরপর ২০১০ সালে একবার আহবায়ক কমিটি হলেও সে কমিটি পূর্ণাঙ্গতা পায়নি।

দীর্ঘদিন পর পিরোজপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি পেয়ে খুশি জেলা ছাত্রদলের কর্মীরা। এই বিষয়ে জেলা ছাত্রদলের বদিউজ্জামান শেখ রুবেল জানান, এতে সংগঠনের গতিশীলতা বাড়বে। পাশাপাশি ছাত্রদল আন্দোলন সংগ্রামে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ